Wednesday 9 November 2011

SALFELD CHILD CONTROL 2011


নাম শুনেই গুনীজনদের বোঝার কথা এর কাজ কি। আমার মনে হয় অনেকের জন্য অতি প্রয়োজনীয় এই সফটওয়্যারটি।বিশেষ করে যাদের বাড়ীতে উঠতি বয়সের বাচ্চা আছে কিন্তু সেইসব বাচ্চাকে মেধা বিকাশের স্বার্থে কম্পিউটার ধরতে না দিলেই নয় অথচ অভিভাবকরা বেশ চিন্তায় থাকে না জানি তাদের বাচ্চারা কোথায় কোথায় ব্রাউজ করছে,তাদের জন্য এই সফটওয়্যারটি।এই সফটওয়্যারের মাধ্যমে আপনার সন্তান কিংবা অপ্রাপ্তবয়স্ক শিশু ইন্টারনেটে একটা নিদৃষ্ট গন্ডির মধ্যে সীমাবদ্ধ থাকবে।এছাড়া আপনার বেঁধে দেয়া সময় অনুযায়ী কম্পিউটার আপনা থেকেই বন্ধ হয়ে যাবে যার ফলে শিশু আপনার অজান্তে গভীর রাত পর্যন্ত কম্পিউটার বযবহার করতে পারবে না।আর অনেক কিছু আছে যা জানতে ঘুরে আসুন ওয়েব সাইটে।বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আপনার শিশুর নিরাপত্তায় যদি সফটটি পছন্দ হয়ে থাকে তবে ডাউনলোড করুন ১৯ মেগাবাইটের এই সফটওয়্যারটি

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
সঙ্গে কী'জেন দেয়া আছে সেখান থেকে সিরিয়াল নিয়ে ফুল ভার্সন করুন।

THANKS FOR READ THIS POST,
SHAHED,UAE

No comments:

Post a Comment